এফসিএ অনলাইন ম্যাথ অলিম্পিয়াড
আমার ব্যাপারে আরও
এফসিএ অনলাইন ম্যাথ অলিম্পিয়াড অনলাইন একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন সময়ে ম্যাথ অলিম্পিয়াড সহ বিভিন্ন ধরনের কনটেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়। এই অলিম্পিয়াডে সাধারণত তৃতীয়টি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-পক্ষে অংশগ্রহণ করে থাকে। এই অনলাইন প্লাটফর্মটি গত ২০২১ তারিখে ১৮-ই এপ্রিল। এটি সঠিক বিডিএমও (বাংলাদেশ গণিত অলিম্পিয়াড) তে ভালো রেজাল্ট করার জন্য এবং গণিতের ভয়-ভীতি দূর করতে আমাদের স্থান থেকে প্রচেষ্টা। আমাদের সাথে কাজ করছেন রাজনীতি বিভিন্ন ইস্কুল ও মেধাবী দলের সদস্যরা। আমাদের আপনার সাধারণ অনলাইনেই থাকে এবং শুধুমাত্র ইস্কুল/কল পড়ুয়া অংশগ্রহণ করতে পারে। আমরা গত ২০২১ সাল জানিয়ে গণিত অলিডিয়া সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছি, আগামীতে আমাদের এসকল কার্যক্রম চলবে ইনশা আল্লাহ। এর জন্য আপনাকে আমি দোয়া করছি। সেই সাথে আমাদের পরিচয় প্রদান, আমাদের সার্ট করুন এবং আপনার মূল্যবান শেয়ার করুন। আশাকরি আপনাকে আমরা ভালো দিতে পারব।