top of page

আগামী ০৪ মার্চ সন্ধ্যা ০৭ টায় সকল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। 

 

বিজয়ীদের জন্য শুভকামনা রইল। আর রেজাল্ট পাওয়ার পর আশা করছি কেউ কোনো রকম মন খারাপ করবা না এবং গণিতের উপর ভালোবাসাও কমায়ে দিবা না। তোমাদের সবার পরীক্ষাই অনেক সুন্দর হয়েছে কিন্তু আমরা তো আর সবাইকেই চাইলেও প্রাইজ দিতে পারি না/পারব না। যারা অনেক ভালো করতে পেরেছে এরকম কয়েক জনের জন্য আমরা কিছু প্রাইজের ব্যবস্থা করেছি। তো যাইহোক তোমরা মন খারাপ কইরো না আসলে তোমাদের জন্যই ছিল এই আয়োজন তোমরা ভালো ভাবে প্রস্তুতি নাও যাতে এইখানে তো ভালো করবাই সাথে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডেও অনেক ভালো করতে পার। আশা করছি তোমরা আমাদের সাথে থাকলে সামনে এর চেয়েও বড় এবং ভালোভাবে আয়োজন করতে পারব। 

#জয়_হোক_গণিতের_অগ্রযাত্রা
#গণিতের_ভয়কে_আমরা_করব_জয়

bottom of page