top of page

বাংলাদেশে এফসিএ অনলাইন ম্যাথ অলিম্পিয়াড-ই সর্বপ্রথম আয়োজন করতে যাচ্ছে....

Math Olympiad Question Making Contests


এই সেগমেন্টে অংশগ্রহণ করে আপনিও‌‌ হয়ে যেতে পারেন সেরাদের ভেতর একজন। অংশগ্রহণ করতে পারবেন তৃতীয় শ্রেণী থেকে এইচএসসি-২০২২ এর শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা দুইটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবেঃ

  • ক্যাটাগরি-এ-(৩য় থেকে ৮ম শ্রেণী)

  • ক্যাটাগরি-বি-(৯ম থেকে এইচএসসি ২২ শ্রেণী)


fca online math olympiad


নিয়মাবলীঃ

  • একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ তিনটি প্রবলেম সাবমিট করতে পারবেন এবং সাথে প্রবলেম সলভিং এর প্রক্রিয়াও দেখিয়ে দিতে হবে। আর প্রবলেম গুলো অবশ্যই গণিত অলিম্পিয়াড রিলেটেড হতে হবে।


  • কেউ যদি কোনো প্রবলেমের সলভিং এর প্রক্রিয়াও না দেখায় সেটি বাতিল করা হবে।


  • কোনো ভাবে যদি আমরা বুঝতে পারি যে কারোর কোনো প্রবলেম কপিরাইট তাহলে সেই অংশগ্রহণকারী কেও বাতিল করা হবে।


রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: Matholympiadfca.wix.com/onlinematholympiad/registration


রেজিস্ট্রেশন চলবে আগামী ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

 
 
 

Comments


এফসিএ অনলাইন ম্যাথ অলিম্পিয়াড

FCA অনলাইন গণিত অলিম্পিয়াড একটি অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম। এখানে বছরের বিভিন্ন সময়ে গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এটি বাংলাদেশের অন্যতম সেরা অনলাইন প্ল্যাটফর্ম। আমাদের ফেসবুক গ্রুপে গণিত নিয়ে আলোচনা ছাড়াও ইউটিউব চ্যানেলে বিনামূল্যে ক্লাস করা হয়।

  • alt.text.label.Facebook
  • alt.text.label.Twitter
  • alt.text.label.Instagram
  • alt.text.label.LinkedIn
  • alt.text.label.YouTube

দ্বারা বিকাশিতমোঃ সোহান হোসেন

bottom of page