top of page

বাংলাদেশে এফসিএ অনলাইন ম্যাথ অলিম্পিয়াড-ই সর্বপ্রথম আয়োজন করতে যাচ্ছে....

Math Olympiad Question Making Contests


এই সেগমেন্টে অংশগ্রহণ করে আপনিও‌‌ হয়ে যেতে পারেন সেরাদের ভেতর একজন। অংশগ্রহণ করতে পারবেন তৃতীয় শ্রেণী থেকে এইচএসসি-২০২২ এর শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা দুইটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবেঃ

  • ক্যাটাগরি-এ-(৩য় থেকে ৮ম শ্রেণী)

  • ক্যাটাগরি-বি-(৯ম থেকে এইচএসসি ২২ শ্রেণী)


fca online math olympiad


নিয়মাবলীঃ

  • একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ তিনটি প্রবলেম সাবমিট করতে পারবেন এবং সাথে প্রবলেম সলভিং এর প্রক্রিয়াও দেখিয়ে দিতে হবে। আর প্রবলেম গুলো অবশ্যই গণিত অলিম্পিয়াড রিলেটেড হতে হবে।


  • কেউ যদি কোনো প্রবলেমের সলভিং এর প্রক্রিয়াও না দেখায় সেটি বাতিল করা হবে।


  • কোনো ভাবে যদি আমরা বুঝতে পারি যে কারোর কোনো প্রবলেম কপিরাইট তাহলে সেই অংশগ্রহণকারী কেও বাতিল করা হবে।


রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: Matholympiadfca.wix.com/onlinematholympiad/registration


রেজিস্ট্রেশন চলবে আগামী ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

7 views0 comments

Comments


bottom of page