Math Olympiad Question Making Contests
এই সেগমেন্টে অংশগ্রহণ করে আপনিও হয়ে যেতে পারেন সেরাদের ভেতর একজন। অংশগ্রহণ করতে পারবেন তৃতীয় শ্রেণী থেকে এইচএসসি-২০২২ এর শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা দুইটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবেঃ
ক্যাটাগরি-এ-(৩য় থেকে ৮ম শ্রেণী)
ক্যাটাগরি-বি-(৯ম থেকে এইচএসসি ২২ শ্রেণী)
নিয়মাবলীঃ
একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ তিনটি প্রবলেম সাবমিট করতে পারবেন এবং সাথে প্রবলেম সলভিং এর প্রক্রিয়াও দেখিয়ে দিতে হবে। আর প্রবলেম গুলো অবশ্যই গণিত অলিম্পিয়াড রিলেটেড হতে হবে।
কেউ যদি কোনো প্রবলেমের সলভিং এর প্রক্রিয়াও না দেখায় সেটি বাতিল করা হবে।
কোনো ভাবে যদি আমরা বুঝতে পারি যে কারোর কোনো প্রবলেম কপিরাইট তাহলে সেই অংশগ্রহণকারী কেও বাতিল করা হবে।
রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন: Matholympiadfca.wix.com/onlinematholympiad/registration
রেজিস্ট্রেশন চলবে আগামী ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
Comments