আমাদের এবারের অলিম্পিয়াডে রয়েছে আকর্ষণীয় পাঁচটি সেগমেন্ট এর ভেতর ম্যাথ আর্টিকেল ও কোশ্চেন মেকিং কন্টেস্ট ২২ ফেব্রুয়ারি, রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত সাবমিট করা যাবে।
গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে, আগামী ২৪ ফেব্রুয়ারি।
প্রাইমারি (৩য় থেকে ৫ম শ্রেণী)-সকাল ১০:০০ টা থেকে ১১:১৫ মিনিট পর্যন্ত।
জুনিয়র (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী)-সন্ধ্যা ০৭:০০ টা থেকে ০৮:১৫ মিনিট পর্যন্ত।
সেকেন্ডারি (৯ম থেকে ১০ম শ্রেণী)-সন্ধ্যা ০৭:০০ টা থেকে ০৮:১৫ মিনিট পর্যন্ত।
হায়ার সেকেন্ডারি (১১শ থেকে ১২শ শ্রেণী)-সকাল ১০:০০ টা থেকে ১১:১৫ মিনিট পর্যন্ত।
জিওমেট্রি কুইজ ও ইকুয়েশন মাস্টার অনুষ্ঠিত হবে, ২৫ ফেব্রুয়ারি ।
জিওমেট্রি কুইজঃ
ক্যাটাগরি-এ(৩য় থেকে ৮ম শ্রেণী)-সকাল ১০:০০টা-১০:২০ মিনিট পর্যন্ত।
ক্যাটাগরি-বি(৯ম থেকে ১২শ শ্রেণী)-সকাল ০৭:০০টা-০৭:২০ মিনিট পর্যন্ত।
ইকুয়েশন মাস্টারঃ
Expert(৯ম থেকে ১০ম শ্রেণী)-সকাল ১০:০০টা-১০:৩০ মিনিট পর্যন্ত।
Challengers(৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী)-সন্ধ্যা ০৭:০০টা-০৭:৩০ মিনিট পর্যন্ত।
(২০২২ সালের ডিসেম্বর অনুযায়ী শ্রেণী দিতে হবে)
এক্সাম অনুষ্ঠিত হবে আমাদের ওয়েব সাইটে...। নিচের লিংকে ক্লিক করলেই ওয়েব সাইটের কন্টেস্ট লিংকে নিয়ে যাবে। যদি ওয়েব সাইটে প্রবেশ করতে সমস্যা হয় তাহলে ডিভাইসে যেকোনো ভিপিএন অন করে তারপর প্রবেশ করতে হবে। আর এক্সামের আপাতত ১৫ মিনিট আগেই ওয়েব সাইটে প্রবেশ করার চেষ্টা করবা।
অংশগ্রহণ করতে ভিজিট কর: https://matholympiadfca.wixsite.com/onlinematholympiad/contest
সবার জন্য শুভকামনা রইল।
যেকোনো প্রয়োজনে,
কল করুন: +8801716-575122
ই-মেইল করুন: fcaonlinematholympiad@gmail.com
Commenti