আজ ২৪ ও আগামী কাল ২৫ ফেব্রুয়ারি, দুইদিন ব্যাপী চলবে আমাদের পরীক্ষা পর্ব।
তো পরীক্ষার আগেই আপনাদের কিছু সাধারণ সমস্যার সমাধান এই পোস্টে করে দিচ্ছি আশা করি পরিক্ষার সময় আর কোনো সমস্যা হবে না।
১. পরীক্ষার লিংক কি মেইল করা হয়েছে?
উঃ জ্বি, রেজিস্ট্রেশনকৃত সবাইকেই পরীক্ষার লিংক দেওয়া হয়েছে।
২. লিংকে কিভাবে প্রবেশ করবো?
উঃ লিংকটি কপি করে ক্রোমে পেস্ট করলেই হবে। এছাড়াও এভাবে না হলে, ভিপিএন দিয়েও ওপেন করতে পারবেন।
৩. প্রশ্ন কয়টা হবে?
উঃ সব সেগমেন্ট এই সর্বনিম্ন ৮ টা থেকে সর্বোচ্চ ১২ টা থাকবে এর বেশি থাকবে না।
৪. পরীক্ষার সময় কি পরিবর্তন সম্ভব?
উঃ জ্বি না, শেষ মুহূর্তে এসে এখন সময় পরিবর্তন করা সম্ভব হবে না।
৫. পরীক্ষার সময় ও ক্যাটাগরি?
উঃ গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে, আগামী ২৪ ফেব্রুয়ারি।
প্রাইমারি (৩য় থেকে ৫ম শ্রেণী)-সকাল ১০:০০ টা থেকে ১১:১৫ মিনিট পর্যন্ত।
জুনিয়র (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী)-সন্ধ্যা ০৭:০০ টা থেকে ০৮:১৫ মিনিট পর্যন্ত।
সেকেন্ডারি (৯ম থেকে ১০ম শ্রেণী)-সন্ধ্যা ০৭:০০ টা থেকে ০৮:১৫ মিনিট পর্যন্ত।
হায়ার সেকেন্ডারি (১১শ থেকে ১২শ শ্রেণী)-সকাল ১০:০০ টা থেকে ১১:১৫ মিনিট পর্যন্ত।
জিওমেট্রি কুইজ ও ইকুয়েশন মাস্টার অনুষ্ঠিত হবে, ২৫ ফেব্রুয়ারি ।
জিওমেট্রি কুইজঃ
ক্যাটাগরি-এ(৩য় থেকে ৮ম শ্রেণী)-সকাল ১০:০০টা-১০:২০ মিনিট পর্যন্ত।
ক্যাটাগরি-বি(৯ম থেকে ১২শ শ্রেণী)- সন্ধ্যা ০৭:০০টা-০৭:২০ মিনিট পর্যন্ত।
ইকুয়েশন মাস্টারঃ
Expert(৯ম থেকে ১০ম শ্রেণী)-সকাল ১০:০০টা-১০:৩০ মিনিট পর্যন্ত।
Challengers(৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী)-সন্ধ্যা ০৭:০০টা-০৭:৩০ মিনিট পর্যন্ত।
(২০২২ সালের ডিসেম্বর অনুযায়ী শ্রেণী দিতে হবে)
সবাইকে এক্সামের অন্তত ১৫ মিনিট আগে লিংকে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর পরীক্ষার আগেই সবাই নিজেদের প্রোফাইলে লগ ইন করে সব ঠিকঠাক করে নিন, পরীক্ষার সময় এ ধরনের সমস্যা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে নি। তাই সকলকে এই দিকটিতে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
লিংকে প্রবেশ করতে সমস্যা হলে যেকোনো ভিপিএন কানেক্ট করে তারপর প্রবেশ করুন।
পরীক্ষার লিংক সবারই একই। নিচের লিংকে ক্লিক করে এক্সামে অংশগ্রহণ করতে পারবেন।
পরীক্ষার লিংক: https://matholympiadfca.wixsite.com/onlinematholympiad/contest
রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপর অংশগ্রহণ করতে হবে।
সবার জন্য শুভকামনা রইল।
❤️